রাজেন্দ্রপুরে আরামের চাপায় নিহত ৩

489
দোহার

ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর মোল্লার ব্রিজ রাস্তায় বাসচাপায় গতরাতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। গুরুতর আহত হয়েছেন একজন।  বুধবার রাতে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন : সামসুল হক (৫৫), দুলাল (৩৫) ও মোজাম্মেল (৬৫)। আহত রহিম পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম নিউজ৩৯কে জানান, বুধবার রাতে রাজেন্দ্রপুর এলাকায় আরাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মোট্রো ব-১৪-৭৬৬২) কাঠবোঝাই ভ্যান গাড়িকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে মোজাম্মেল নিহত হয়।

পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আপনার মতামত দিন