রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

132

রাজধানীর পূর্ব-বাড্ডা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল হোসেন  (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নাজমুল ঢাকার দোহার উপজেলার শাকিল উদ্দিন মুন্সির ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনটিতে কাজ করতেন।

সোমবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে পূর্ব-বাড্ডা পোস্ট অফিস গলির ওই নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করে ব্রেকিংনিউজকে জানান, ভবনের ১ তলার ছাদে কাজ করার সময় একটি পিলার ভেঙে তার উপর পড়ে। এসময় তিনি নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপনার মতামত দিন