রাজধানীতে কেমিক্যাল কারখানায় আগুন, নিহত ৩

34
রাজধানীতে কেমিক্যাল কারখানায় আগুন, নিহত ৩

রাজধানীর কেরানীগঞ্জের একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মরদেহ ও একজনকে আহত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে গদারবাগ এলাকার এই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার ভোর প্রায় সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে ৩ জনের মরদেহ ও একজনকে আহত উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিস্তারিত জানাতে আরও সময় লাগবে। পরে জানাতে পারবো।

আপনার মতামত দিন