রাইপাড়া থেকে তিন মাদক ব্যবসায়ী আটক

663
রাইপাড়া থেকে তিন মাদক ব্যবসায়ী আটক

বৃহস্পতিবার রাত ২৩:৩০ মিঃ দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের ও এএসআই মো: আলী আকবরের নেতৃত্বে মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে দোহার থানাধীন রাইপাড়া সাকিনস্থ রবিনের বাড়ির দক্ষিণ পাশে পাকা ব্রীজের উপর থেকে ৩ জন  আসামীকে আটক করা হয়। আসামি তিন জন হল ১। মোহাব্বত (২৫) পিতা-মোঃ মনির হোসেন সাং-জয়পাড়া খাড়াকান্দা ২। মোঃ রবিন(১৯) পিতা-মৃত শামীম ৩। মোঃ শিহর (১৮) পিতা-শেখ ইউসুফ উভয় সাং-রাইপাড়া এরা সবাই দোহার থানার বাসিন্দা। আটক কৃত্বদের কাছ থেকে ২২৮৫ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়। পরে আটককৃত তিনজন মাদক ব্যবসায়ীকে  ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধন/০৪ এর ১৯(১) টেবিল ৯(খ) ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

আপনার মতামত দিন