নয়াবাড়িতে রহস্যজনকভাবে গৃহবধুর মৃত্যু

332

গত ১ আগষ্ট রাতে নয়াবাড়ি ইউনিয়নের নয়াডাঙ্গি গ্রামে রহস্যজনক ভাবে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গৃহবধুর নাম জোস্না। সে নয়াডাঙ্গি গ্রামের রাজমিস্ত্রী আলি নুরের স্ত্রী। জোন্সার এই রহস্যজনক মৃত্যুর কারন নিয়ে নয়াবাড়ি ইউনিয়নে দেখা দিয়েছে বিভিন্ন আলোচনা।
জাবেদ আলীর প্রথম ঘরের সন্তান আলি নুর রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালায়। এলাকায় জুয়াড়ি ও মাদকসেবী হিসাবে আলি নুরের দুর্নাম আছে। গত ১ আগষ্ট রাতে পারিবারিক ঝামেলা নিয়ে আলি নুরের সাথে জোস্নার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলি নুর জোস্নাকে মারে এবং আলি নুরের পিতা জাবেদ আলিও জোস্নাকে মারে। রাতে আলি নুর আর জোস্না এক ঘরে থাকলেও সেহেরীর সময় আলি নুর সবাইকে জানায় যে জোস্না মারা গেছে। এসময় জোস্নার মৃত্যুর খবর সবাই জানতে পারে।
প্রত্যক্ষ দর্শীদের মতে মৃত জোস্নার গলায় কালো দাগ দেখা গেছে। আলি নুর ও তার পরিবার এগুলো এর্লাজীর দাগ বললেও এই দাগ গুলো কালো হবার কোন কারন তারা বলতে পারে নি। এছাড়া এলাকাবাসীর কাছ থেকে জানা যায় মাঝে মাঝেই আলি নুর ও তার পিতা জাবেদ আলি জোস্নাকে ধরে ধরে মারতো। 
জোন্সার মৃত্যুতে জোস্নার মা প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এক সময় সে আলি নুরকে দায়ী করছে, আরেক সময় জাবেদ আলিকে। আবার কোন কোন সময় সে দুজনকেই ভালো বলছে। তারপর বিকালে তড়িঘড়ি করে জোস্নার লাশ বাহ্রা কবরস্থানে দাফন করা হয়।
এই ব্যাপারে দোহার থানা পুলিশকে প্রশ্ন করা হলে তারা এই ব্যাপারে কিছু জানে না বলে মন্তব্য করে।

আপনার মতামত দিন