দোহারের রশীদ ব্যাপারী হত্যার প্রধান আসামী গ্রেফতার

414

তারেক রাজীব : দোহার থানা বিএনপি নেতা আব্দুর রশীদ ব্যাপারী হত্যাকান্ডের মূল আসামি নয়নকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি দক্ষিণ। ডিবি কর্মকর্তা মীর শাহীন শাহ জানান, শনিবার ভোরে কেরানীগঞ্জ উপজেলার ছাতির চর গ্রামে অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করা হয়। নয়ন দোহার উপজেলার গাজীরটেক গ্রামে বাসিন্দা।

পুলিশ জানায় তার নামে একাধিক মামলা আছে। নয়নকে আটকের পর তার দেয়া তথ্য অনুসারে হত্যাকান্ডে ব্যবহার করা হলুদ কালো RTR মডেলের মোটর বাইকটি শনিবার সন্ধ্যা ৭টার দিকে দোহার ঘাটা’র মৃত হানিফের বাড়ির গোসল খানার ভিতর থেকে দোহার থানা পুলিশ উদ্ধার করে।

ডিবি পরিদর্শক শাহীন জানান, এ পর্যন্ত ৪ জনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি মাগরিবের নামাজের জন্য মসজিদে যাওযার পথে রাস্তায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যান। দোহার থানায় হত্যা মামলা হলে পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ মো: মাইনুদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন