রমযানে দোহারে মোটরসাইকেল দূর্ঘটনা: নিহত ১, আশংকাজনক ১

985

মো: আল-আমিন ও শরিফ হাসান: দোহার নবাবগঞ্জ উপজেলায় কিছুতেই যেন থামছে না মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যুর মিছিল। সন্তান হারিয়ে নি:স্ব পিতা-মাতার আক্ষেপ এর কি কোন প্রতিকার নেই, নেই কোন সমাধান? বুধবার ২০ রোযায় দোহার উপজেলার মুকসেদপর এলাকায় সড়ক দূর্ঘটনায় নাহিদ (১৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নাহিদ উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিম চর বটতলা এলাকার নূর হোসেনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সাকিব (১৯) নামের অপর একজন আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত সাকিব একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাহিদ ও সাকিব মোটরসাইকেল যোগে মুকসুদপুর যাওয়ার পথে ডাকবাংলোয় বিপরীত দিক থেকে মাটি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী নাহিদ ও সাকিব দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহিদের মৃত্যু হয়।

এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে মাটির ট্রাকটিকে জব্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন