রমজানে লোডশেডিং কম হবে- দোহার থানার ওসি সিরাজুল ইসলাম

1595
রমজানে লোডশেডিং কম হবে- দোহার থানার ওসি সিরাজুল ইসলাম

আর মাত্র অল্প কিছুদিন পরেই আসছে পবিত্র মাহে রমজান মাস।ইসলাম ধর্মালম্বীদের কাছে যার গুরুত্ব সর্বাধিক।এই রমজানের পবিত্রতা কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে শুক্রবার সকাল ১০ টায় দোহার থানার বাগান প্রাঙ্গণে দোহারের সকল মসজিদের ঈমামদের নিয়ে এক সভার আয়োজন করে দোহার থানা।

দোহার থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের সভ্বাপতিতে উক্ত সভায় উপস্থিত ছিলেন দোহার থানা ওসি (তদন্ত) সোহেল রানা, এসআই কামারুজ্জান, এসআই আব্দুল গনি, জয়পাড়া মাহমুদিয়া আলীম মাদ্রাসার শিক্ষক আব্দুস শুকুর জিহাদী এবং জয়পাড়া বাজার জামে মসজিদের ঈমাম আব্দুল হান্নানসহ অন্যান্য মসজিদের ঈমামগন।

রমজানে লোডশেডিং কম হবে- দোহার থানার ওসি সিরাজুল ইসলাম

এসময়ে ঈমামরা অভিযোগ করে বলেন, রমযানে তারাবীর সময় লোডশেডিং অনেক বেশী হয়। এর জবাবে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ তাদেরকে আস্বস্থ করে বলেন, “এবারে দোহারে যাতে লোডশেডিং কম হয় সে দিকে আমরা বিশেষ নজর দেব।যাতে লোকজন শান্তিতে ইবাদত বন্দেগী করতে পারে”।

পরে দোহারের উন্নয়ন কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত দিন