যুবলীগ নেতা ও জয়পাড়া বাজার ব্যবসায়ী জহির বেপারী আর নেই

839

ঢাকা জেলার দোহার উপজেলা যুবলীগের সদস্য ও জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক জহির বেপারী (৪৫) ইন্তেকাল করেছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে  ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।  ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে বুকে ব্যথা অনুভব করে বুধবার সকালে চিকিৎসার জন্য ভর্তি হন জহির । সে দোহারের সুতারপাড়া ইউনিয়নের বানাঘাটা এলাকার মৃত কুব্বাত বেপারীর ছেলে। মৃত্যুকালে স্ত্রী,দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি।

জহিরের এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা যুবলীগের সভাপতি মো.আলমাস উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মী ও জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি।

আপনার মতামত দিন