যুক্তরাজ্য দোহার এ্যাসোসিয়েশনঃ সভাপতি শাহজাহান ও সাধারণ সম্পাদক হাবিব হোসাইন

156

News39 foreign Desk:যুক্তরাজ্যের লন্ডনে দোহার এ্যাসোসিয়েশনের নতুন নির্বাচন – ২০২২ এ নবনির্বাচিত সভাপতি হয়েছেন মোঃ শাহজাহান ও সাধারণ সম্পাদক হাবিব হোসাইন । এই নির্বাচনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট  পূর্ণাংগ কমিটি গঠিত হয়। ২৫ সেপ্টেম্বর লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেণ্টে এই নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি হিসাবে নির্বাচিত হন সুতারপাড়ার কৃতি সন্তান জনাব শাহজাহান সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জয়পাড়া সরকারি হাসপালাত সংলগ্ন এলাকার কৃতি সন্তান হাবিব হোসাইন।

নিউজ৩৯কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক হাবিব হোসাইন বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। লন্ডনে বসবাসরত দোহারবাসীদের পাশে থেকে সকল কার্যক্রমে সহায়তা করবে এবং স্টুডেন্ট বা ব্যবসায়ী  হয়ে যারা আসবে তাদেরকেও সার্বিক সহযোগিতা আমরা করবো। এছাড়া যারা লন্ডনে আসতে চান, তাদের জন্য আমাদের সকল প্রকার সহযোগিতার দ্বার উন্মুক্ত রয়েছে। তিনি কমিটির সকলের পক্ষে থেকে দেশে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী তথা দোহারবাসীদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত দিন