যাত্রাবাড়িতে পেট্রোল বোমার আঘাতে দগ্ধ দোহারের তরুণ

254

ঢাকার যাত্রাবাড়িতে বাস লক্ষ্য করে নাশকতাকারীদের ছোড়া পেট্রোল বোমায় পুড়ে গেছে দোহারের এক তরুন। এসময় বাসে থাকা আরো ২৮ যাত্রী এই পেট্রোল বোমার আঘাতে পুড়ে যায়। হতভাগ্য এই তরুনের নাম আল আমিন অপু। বাড়ি দোহারের ইকরাশীতে।

একই বাসের আরেকজন আহত ব্যক্তি জানান, “বাসটা চলন্ত অবস্থায় ছিল। যেখানে ঘটনা সেখানে ছিল কিছুটা অন্ধকার। আমি বাসের বাঁ পাশের সিটে জানালার পাশে ছিলাম। হঠাৎ কইরা বাসের সামনের লাইটের আলোতেই দেখলাম দুইটা ছেলে কী যেন একটা ছুইড়া মাইরা দৌড় দিছে। সঙ্গে সঙ্গে দেখি আগুন আর আগুন। আমি জানালা দিয়া নাইমা পড়ি। তয় আমার ওই দুই খালু পুড়ে যায়। আমার বাবা ও বন্ধু সামান্য আহত হইছে।” ছেলে দুটো অল্পবয়সী, বয়স ১২ কি ১৩ হতে পারে বলে জানান আল আমিন।

আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিউজের প্রথম ছবিটিই আল আমিনের। 

আপনার মতামত দিন