ঈদে বন্ধ থাকছে দেশের সবচেয়ে বড় শপিংমল বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক

289
যমুনা ফিউচার পার্ক

করোনা ভাইরাসের  ঝুঁকির মধ্যেই.সরকার ব্যবসায়ীদের কথা চিন্তা করে এবং অর্থনীতির চাকা সচল রাখতে আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে। কিন্তু জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তুা করে দেশের সবচেয়ে বড় দুই শপিংমল যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ। যমুনা ফিউচার পার্ক কতৃপক্ষ জানান, দেশজুড়ে চলমান সংকটময় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে যমুনা ফিউচার পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনুরুপভাবে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্ট) শেখ আব্দুল আলিম বলেন, যতদিন পরিস্থিতির উন্নতি না হবে ততদিন বসুন্ধরা সিটি শপিংমল বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, দেশে প্রতিনিয়ত করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তাই জনগণের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত দিন