যন্ত্রাইলে আবারো বিজয়ী নন্দ লাল সিং

1106

টানা ২য় বারের মতো যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হরেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নন্দ লাল সিং। নির্বাচনের আগে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলেও সব প্রশ্নকে পিছনে ফেলে টানা ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে।

আওয়ামী লীগের ৪ নেতা বিরোদী পক্ষের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বহিস্কার হয়েছিলেন এই যন্ত্রাইল ইউনিয়নে। কিন্তু সব কিছু দুরে ঠেলে দিয়ে যন্ত্রাইল ইউনিয়ন থেকে প্রায় ৩ হাজার ভোট বেশি পেয়ে পাশ করলেন এই আওয়ামী লীগ নেতা। নন্দ লাল সিং ৭৫১৬ ভোট পেয়ে নির্বাচনে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বিএনপির বিদ্রোহঅ প্রার্থী আনারস প্রতিকের বারেরুক রহমান পেয়েছেন ৪৬৭২ ভোট। বিএনপি প্রার্থী সেন্টু মোল্লা পেয়েছেন ৭৫৮ ভোট। এবং আকুল বেপারী ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৯৩ ভোট।

আপনার মতামত দিন