যন্ত্রাইলের সাবেক চেয়ারম্যান বারিকুর রহমান-এর ইন্তেকাল

604

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বারিকুর রহমান ওরফে বারেক চেয়ারম্যান ইন্তেকাল করেছেন। গত ২০ নভেম্বর রাত ৩.৩০ টায় তিনি লিভারজনিত রোগে মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন,  উন্নত চিকিৎসার নেওয়ার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল, কিন্তু উন্নতি না হওয়ায় সেখান থেকে নিয়ে আসা হয়।

দেশে তিনি ঢাকার পান্থপথে বিআরবি হসপিটালে চিকিত্সা নিচ্ছিলেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি ২০০৩ সাল থেকে দীর্ঘ ৯ বছর যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর দায়িত্বে ছিলেন। তিনি স্ট্যান্ডার্ড লুঙ্গি কোম্পানি এর সত্ত্বাধিকারী ও তাঁতি সমিতির সবেক সভাপতি ছিলেন।

তার জানাযা নামাজ রবিবার দুপুর ২টায় যন্ত্রাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযাতে অংশগ্রহন করেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর প্রমুখ।
তিনি তিন ছেলে এক মেয়ে রেখে পরলোক গমন করেন।

আপনার মতামত দিন