ঢাকা-দোহার আঞ্চলিক সড়কে জয়পাড়ার কাছে নুরপুরে নিয়ন্ত্রন হারিয়ে ময়দাবাহী একটি ট্রাক রাস্তার পাশে খালে পরে যায়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হয়েছে। ট্রাকটিতে ৪৫০ বস্তা ময়দা ছিল বলে নিশ্চিত করেছে ট্রাকের ড্রাইভার।
বুধবার সকাল ১১টায় নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকটিতে জয়পাড়া বাজারের মেসার্স মুকসেদ ট্রেডার্স ও আওলাদ ট্রেডার্সের ৪৫০ বস্তা পরিবহন করে আনছিল। জয়পাড়া আসার পথে নুরপুরে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এসময় ট্রাকের ড্রাইভার আবুল হোসেন(৪৫) ও হেলপার সুজন(২০) গুরুতর আহত হন। তাদের অতি দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। এই সময় পুলিশ দ্রুত এসে এলাকাবাসীর সহায়তায় ৪৫০ বস্তা ময়দা উদ্ধার করে। উদ্ধারকৃত ময়দার সব বস্তায় পানিতে ভিজে গেছে।
দোহার উপজেলা পুলিশের উপপরিদর্শক হারুনর রশিদ নিউজ৩৯ কে জানান, উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করার কাজ চলছে। দুর্ঘটনার কারন হিসাবে অতিরিক্ত মাল বহন করাকে দায়ি করেছেন তিনি।
নুরপুরে ময়দার ট্রাক পুকুরে: আহত দুই
আপনার মতামত দিন