ম্যাপে পার্কিং ফিচার যোগ করলো গুগল

477

গুগল ম্যাপ সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে। ফিচারটির নাম সেভ ইওর পার্কিং। এর সাহায্যে যেকোনও ব্যবহারকারী তাদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা সেভ করে রাখতে পারবেন। এতে পরবর্তীতে আবার সেখানে গেলে পার্কিংয়ের জন্য নতুন করে জায়গা খুঁজতে হবে না। গুগল ম্যাপই আপনাকে মনে করিয়ে দেবে আগের পার্কিংয়ের স্থানের কথা। সেভ ইওর পার্কিং ফিচার ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে গুগল ম্যাপের নীল ডট চিহ্নিত জায়গায় চাপ দিতে হবে। তারপর তিনি যেখানে অবস্থান করছেন সেটা দেখাবে এবং অন্যান্য অপশনের পাশাপাশি একেবারে নিচের দিকে সেভ ইওর পার্কিং অপশনটি আসবে। সেখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে স্থানটি।
এই ফিচারের সাহায্যে পার্কিং সম্পর্কিত নোট টুকে রাখা যাবে। এছাড়া কতক্ষণ একটি জায়গায় আপনার গাড়ি পার্ক করা ছিল তাও ফিচারটির মাধ্যমে জানা যাবে। এসব কারণে সেভ ইওর পার্কিং ফিচারের মাধ্যমে গাড়ি পার্কিং সম্পর্কিত জটিলতা অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

 

আপনার মতামত দিন