নিউজ৩৯.নেট ♦ গ্রাহকদের কাছ থেকে আমানত হিসাবে সংগ্রহ করা ৩০ কোটি টাকা নিয়ে দোহার থেকে উধাও হয়ে গিয়েছে ম্যাগনেট মাল্টিপারপাস নামের একটি মাল্টিপারপাস কোম্পানি। গ্রাহকদের ক্রমাগত চাপ ও নগদ অর্থের সংকটের কারনে তারা তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানিয়েছে একটি সূত্র।
স্থানীয় সূত্রের কাছে জানা যায়, স্বাভাবিক ভাবে প্রতিদিনের মতো রবিবার ম্যাগনেট মাল্টিপারপাসের অফিস খোলার কথা থাকলেও সেদিন তারা অফিস খুলে নি। অফিসের সামনে গ্রাহকরা এসে জমা হলে গ্রাহকরা অফিসের কর্মকর্তাদের বাসায় গেলে বাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তখন ৩০ কোটি টাকা নিয়ে তাদের উধাও হয়ে যাবার সংবাদ ছড়িয়ে পড়ে।
দোহারের গ্রাহকদের কাছ থেকে আমানত হিসাবে তারা ৩০ কোটি টাকা সংগ্রহ করে। এর মাঝে ১০ কোটি টাকা বিভিন্ন স্থানে ধারে এবং ২৫ কোটি টাকার জমি সময় মত বিক্রি করতে না পারায় গ্রাহকদের টাকা ফেরত দিতে তাদের সমস্যা হচ্ছে বলে জানিয়েছে। এর প্রেক্ষিতে তারা দোহারে থেকে উধাও হয়।
তবে তাদের একটি সূত্র জানিয়েছে আইনগত ঝামেলা মিটিয়ে তাদের শ্রীনগরের জমি বিক্রি করে তাদের কাছে দেয়া গ্রাহকদের আমানত শীঘ্রই ফেরত দিবেন।