গত বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৭৫৭ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল। এ বছর ২০ জুলাই পর্যন্ত রপ্তানি হয়েছে ২ হাজার ১২৩ মেট্রিক টন।
বিদেশে পাঠানোর জন্য চলছে আম প্রক্রিয়াজাতের কাজ। রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামে
বিদেশে পাঠানোর জন্য চলছে আম প্রক্রিয়াজাতের কাজ। রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামেফাইল ছবি
দেশে আমের মৌসুম শেষ হতে এখনো মাসখানেক বাকি। এর মধ্যেই আম রপ্তানিতে অতীতের রেকর্ড ভেঙে গেছে। একই সঙ্গে বেড়েছে আম রপ্তানিকারকও। শুধু তা-ই নয়, এবার বাংলাদেশের আম গেছে নতুন নতুন দেশে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর রপ্তানি গত বছরের দ্বিগুণ হতে পারে।
দেশে আমের উৎপাদন প্রতিবছর বাড়ছে। নতুন নতুন এলাকা আম উৎপাদনের আওতায় আসছে। উৎপাদনের সঙ্গে বেড়েছে আম রপ্তানির পরিমাণও। কৃষি অধিদপ্তরের হিসাবে, ২০২১-২২ অর্থবছরে, অর্থাৎ গত বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৭৫৭ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল, যা এর আগের বছরে ছিল ৭৯১ মেট্রিক টন। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইং সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত সময়ে ২ হাজার ১২৩ টন আম রপ্তানি হয়েছে।