মৈনটে নৌকা ডুবে মা ও ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

286

দোহার উপজেলার  মৈনটে পদ্মা নদীতে নৌকা ডুবে মা ও তাঁর দুই কন্যা সন্তানসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৭জন।। তাঁদের দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে জয়পাড়া দবুর চা হোটেলের কর্মচারী ও চর জয়পাড়া নিবাসী আইয়ুব আলীর স্ত্রী লাইলী আকতার (৩৫) তাঁর দুই শিশুকন্যা ফাতেমা (৪), মারিয়া (৫ মাস) ও ১০ বছর বয়সী ছেলে শাহাদাৎ কে নিয়ে পদ্মা নদীতে ছোট নৌকা ভাড়া করে ঘুরতে যান। তাদের সঙ্গে প্রতিবেশী রানু আক্তার ও তার দেড় বছরের ছেলে রানা ছিল।
সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ ঝড়ো হাওয়ায়  নৌকা উলটে যায়। আর ঘটনাস্থলেই ডুবে গিয়ে লাইলী মারা যান। আহত হন রানু ও তাঁর ছেলে রানা। এ সময় লাইলীর দুই মেয়ে নিখোঁজ হয়।

দোহার থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই শিশুর লাশ সোমবার বিকালে বালাশুরে পদ্মা নদীতে ভাসতে দেখা যায়। পরবর্তিতে দোহার থানা পুলিশের সহায়তায় তা জয়পাড়া নিয়ে আসা হয়।

আপনার মতামত দিন