মৈনটে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা

721
মৈনটে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা

 

পৌষ সংক্রান্তি উপলক্ষে শনিবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মৈনট পদ্মা নদীর তীরে  ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ গরু দৌড় প্রতিযোগিতা দেখতে দোহার-নবাবগঞ্জ উপজেলাসহ ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় মৈনট নদী পাড়ে। এর ফলে মৈনট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া বসে গ্রাম্য মেলা। উৎসুক জনতার ভীড়ে মৈনট এলাকার চারপাশ ভরে ওঠে। প্রায় হারিয়ে যাওয়া গরু দৌড় দেখতে মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়রম্যান মো. আলমগীর হোসেন। প্রতিযোগিতা বিজয়ী গরুর মালিককের পুরুস্কার হিসেবে টেলিভিশন তুলে দেয়া হয়।

আপনার মতামত দিন