ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত ৩টি দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে প্রশাসন এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল মেঘুলা বাজারের জমি দখল করে ৩টি দোকান ঘর নির্মাণ করলে বাজার কমিটি প্রশাসনকে অবহিত করে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন এসব দোকান উচ্ছেদ করে দেয়। এ বিষয়ে মেঘুলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মামুন হোসেন বলেন, ইস্রাফিল খালাসি তার দলবল দিয়ে বাজারের জমি দখল করে দোকান নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে। এ বিষয়ে ইস্রাফিল খালাসি বলেন, আমি সরকারের কাছ থেকে এই সম্পত্তি লিজ নিয়েছি।
আপনার মতামত দিন