মুন্সিগঞ্জ মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট

134

১৫ অক্টোবর মঙ্গলবার রাতভর মেঘনা নদী ও নদী সংলগ্ন  চিতলিয়া, কালীরচর,  বকচর, চরমশুরা, রমজান বেগ- আলীর টেক সড়ক বরাবর মেঘনা নদী সংলগ্ন শাখা নদী এলাকায় আকশ্মিক অভিযানে প্রায় পাঁচ লক্ষ মিটার কারেন্ট জালসহ দুটি নৌকা জব্দ করা হয়।

রাতভর  টহলরত থাকায় জেলেরাও সতর্ক অবস্থানে থাকে।  উল্লেখ্য, সরকার ০৯-৩০ অক্টোবর ২০১৯ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, দখলে রাখা নিষিদ্ধ ঘোষণা করেছে।

মুন্সিগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপী দাস কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ক্ষেত্র সহকারী মোঃ নাজির হোসেন,

হ্যাচারী এ্যাটেনডেন্ট রাজু আহম্মেদ, অফিস সহায়ক মাহবুব আলম সুমন ও মোঃ উজ্জ্বল, সদর থানার এসআই আইয়ুব আলী ও সঙ্গীয় ফোর্স।

আপনার মতামত দিন