মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি; ৮ লাশ উদ্ধার

23
মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি; ৮ লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এই দুর্ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামের কাছাকাছি ট্রলার ডুবির এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারটিতে ৪৫ জনের বেশি যাত্রী ছিলেন। তারা ট্রলারে করে পিকনিকে যান। মাওয়া থেকে সিরাজদিখান ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় ট্রলারটি।

দুর্ঘটনার কবলে পড়ে অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধারকৃত মরদেহের মধ্যে স্থানীয়রা ৪ জনের লাশ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস এসে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

আপনার মতামত দিন