দোহারে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ২ গ্রুপ

337

রুদ্র৩৯ঃ দোহারে আসন্ন মুক্তিযোদ্ধা স্নগসদ নির্বাচনে লড়ছ আওয়ামীলীগ সমর্থিত ২গ্রুপ। আর দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন জাতির সূর্য সন্তান এই বীরেরা। আগামী ৪জুন এই নির্বাচনকে কেন্দ্র করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রতিন সকাল থেকে রাত পর্যন্ত তারা ভোট পেতে প্রতিটি ভোটারের বাড়ী বাড়ী যাচ্ছেন।  নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্যানেল হচ্ছে মোঃ রজ্জব মোল্লা – মোঃ শাহজাহান এবং শেখ মহিউদ্দীন – ডাঃ বোরহান উদ্দীন প্যানেল। নির্বাচনে ১১টি পদের বিপরীতে দু’প্যানেলের ২২জন লড়ছেন। মোট ৩৬৪ জন নিবন্ধিত মুক্তিযোদ্ধা ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া। ১২ই মে চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৪ ই মে প্রতীক বরাদ্দ এবং ৪ জুন ভোট গ্রহণ। 

আপনার মতামত দিন