মুকসেদপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

163

ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার মুকসেদপুর ইউনিয়নের পল্লী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তিনারখোলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সোহেল, দোহার উপজেলার মৈইতপাড়া গ্রামের মদন হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার এবং একই এলাকার মৃত সিদ্দিক আকনের ছেলে আইয়ুব আলী।

দোহার থানার ওসি মাহমুদুল হক জানান, সোমবার মধ্যরাতে পল্লী বাজার এলাকায় ১০/১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এদের মধ্যে বাকিরা পালিয়ে গেলেও পুলিশ তিনজনকে আটক করে।

তিনি জানায়, এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা, দু’টি চাপাতি, দু’টি ছুড়ি, দু’টি শাবল ও একটি কাটার উদ্ধার করা হয়।

ওসি বলেন, এ বিষয়ে একটি ডাকাতি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন