এ ডি পি প্রকল্পের আওতায় মুকসুদপুর ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয় থেকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রীবা।
প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আফরোজা আক্তার রীবা বলেন,দেশের উন্নয়নে তৃণমুল পর্যায়ে উন্নয়নকাজের বিকল্প নেই।
তাই তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্যই আজকের এই কর্মসূচি।আপনারে সকলে এই সেলাই মেশিন নিয়ে কাজ করে নিজে স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রকবেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামি লীগ সরকারের বিকল্প নেই। এই সরকার তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। দেশের মানুষকে স্বাবলম্বী করতে তৃণমূল পর্যায়ে উন্নয়নের ভূমিকা অপরিসীম । এই কথাই বলেন মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: কবির উদ্দীন শাহ সহ আরও অনেকে।
এ সেলাই মেশিন বিতরণ কর্মসূচীতে সহযোগিতায় ছিলেন সচিব বশির আহমেদ,অত্র ইউনিয়ন এর মেম্বার মুসা কলিমুল্লা, চান মিয়াঁ,লিটন হোসেন,আমেনা বেগম ও সহকারী সচিব আশিক হোসেন,শাওন সহ অন্যান্য কর্মচারী বৃন্দ।