মুকসুদপুরে শামসুদ্দিন শিকদারের ছেলে খুন

2829

শনিবার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর গ্রামের শামসুদ্দিন শিকদারের ছেলে এবং সুলতান শিকদারের ভাই মিজানুর রহমান মিজু শিকদার (৫৫) খুন হয়েছে। শনিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।
জানা যায়, গত কিছুদিন ধরেই আসামী মোস্তফার পরিবারের সাথে মিজানুর রহমান শিকদারের পরিবারের কলহ বিদ্যমান ছিলো। এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় এক পর্যায়ে মিজানুর রহমান মিজু শিকদারের সাথে মোস্তফার কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তফা পাশে পড়ে থাকা লাঠি দিয়ে মিজানুর রহমানকে মাথায় আঘাত করে। মিজু শিকদার আঘাতপ্রাপ্ত অবস্থায় বাসায় পৌছালে অজ্ঞান হয়ে পরে যান। তৎক্ষণাৎ তাকে মুকসুদপুরের আব্দুর রাজ্জ্বাক হাসপাতালে নিলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তৎক্ষণাৎ দোহার থানা অফিসার ইন চার্জ শেখ সিরাজুল ইসলাম লিটু বলেন, ইতঃমধ্যে আসামী মোস্তফা, তার স্ত্রী ও তার পূত্রকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দোহার থানায় আনা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন