মুকসুদপুরে লাশ উদ্ধার

488

শুক্রবার দুপুরে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের আন্দারবিল এলাকার একটি ডোবার পাশে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ পাওয়া যায়।

দোহার থানার শাইন পুকুর তদন্ত কেন্দ্রের এস আই মোঃ হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশটি একেবারে গলে গেছে, সনাক্ত করার উপায় নেই। লাশের পাশে একটি হলুদ রঙের শার্ট, একটি গামছা ও বড় পলেথিন পাওয়া গেছে বলে জানান তিনি।

এসআই হাবিব বলেন, ১০/১৫ দিন আগে এই নির্জন জায়গায় তাকে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, লাশটি কোনো রিক্সা বা ভ্যান চালকের হতে পারে। তদন্ত করে আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।

আপনার মতামত দিন