মুকসুদপুরে পানিতে ডুবে তরুনের মৃত্যু

438

পুকুরের জলে ডুবে নিভে গেল পরিবারের একমাত্র আসার প্রদিপ রাসেল। দোহারের মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় সংলগ্ন ইটের ভাটার পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারালো ১৯ বছর বয়সী কিশোর রাসেল।

মৃত রাসেলের বাবা মোঃ জাহাঙ্গীর একজন রিকশা চালক। ছয় সদস্যের যৌথ পরিবারে জন্ম হওয়ার কারনে বাবাকে সাহায্যা করতে অল্প বয়সেই কাজে যোগদান করতে হয় তাকে।তার কাজ করার কারনে এই হত দরিদ্র পরিবারে কিছুটা সুখ ফিরে এলেও তার এই অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামে নেমে আসে এক শোকের ছায়া।

স্থানীয় এলাকাবাসী ফরহাদ হোসেন আমাদের কে জানায়, রাসেল খুব ভাল ও কর্মঠ ছেলে ছিল, তার এই মৃত্যু আমরা কোনভাবেই মেনে নিতে পারছিনা, ছেলেটি প্রায় প্রতিদিনি এই পুকুরে গোসল করতে আসতো। কিন্তু কে জানতো আজ সে গোসল করতে গিয়ে না ফেরার দেশে চলে যাবে।এই গোসলই হবে, তার শেষ গোসল।

আপনার মতামত দিন