মুকসুদপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

529

মুকসুদপুরের মহামানিকা গ্রামের পূর্বপাড়ের মৃত শেখ জমসের আলীর পুকুরে আজ বৃহঃপতিবার দুপুরে একটি অজ্ঞাত মহিলার (২০) লাশ পাওয়া গেছে। দুপুর ২ টায় এলাকার ছেলেমেয়েরা গোসল করতে পুকুরে নামলে প্রায় ডুবন্ত অবস্থায় একটি লাশ সদৃশ বস্তু দেখতে পায়। খবর পেয়ে অত্র এলাকার বাসিন্দা পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আলমগীর হোসেন সাথে সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং ফুলতলা পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ফুলতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা নির্মল ছুটে আসেন। এলাকাবাসীর সহায়তায় বস্তুটি টেনে তুললে দেখা যায় সেটি একটি মহিলার লাশ। উপস্থিত কেউ লাশটির পরিচয় সনাক্ত করতে পারেনি। প্রাথমিক সুরতহালে লাশটির কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় না পাওয়া গেলেও উপস্থিত অনেকে লাশটি একজন পাগলীর বলে ধারনা করেন। লাশটির পরনে ছিল সেলোয়ার কামিজ এবং কামিজের উপর একটি ফুলহাতা টি র্শাট। পরে লাশটি ফুলতলা পুলিশ ফাঁড়ির কর্মকর্তাগন দোহার থানায় প্রেরণ করেন ।

আপনার মতামত দিন