মুকসুদপুরের ডাকাতি মামলায় ১ ডাকাত আটক

294

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর গ্রামের আবু সাঈদের বাড়িতে ডাকাতির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে ৭/৮ জনের একটি ডাকাতদল ধীৎপুর গ্রামের আবু সাঈদের দোতলা বিল্ডিং এর চিলে কোঠা দিয়ে ভেতরে প্রবেশ করে দরজা ভেঙ্গে বাড়ির সবাইকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ৪৮ ভরি দুই আনা স্বর্ণালংকার, চারটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক ৩৪ লাখ ৬১ হাজার টাকা।

ঘটনার পর আবু সাঈদ বাদি হয়ে ২৮ জুলাই দোহার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঐদিন অভিযান চালিয়ে উপজেলার জামালচর থেকে রনি(২৮) নামের এক ডাকাতকে আটক করে পুলিশ।

দোহার থানার ওসি তদন্ত ইয়াসিন মুন্সী জানান,আবু সাঈদের করা ডাকাতি মামলায় আমরা রনি নামে একজনকে আটক করে আদালতে পাঠাই। বর্তমানে সে ৪ দিনের রিমান্ডে রয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন