মিরপুর টু নবাবগঞ্জ: নবকলি পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

3633
মিরপুর টু নবাবগঞ্জ: নবকলি পরিবহন

অবশেষে বহুল প্রতিক্ষিত নবকলি পরিবহন লি: এর মিরপুর-০১ থেকে কাশিয়াখালী বেড়ীবাঁধ পর্যন্ত বাস সেবা চালু হয়েছে আজ থেকে। আজ সকালে নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধ বাসস্টপ থেকে প্রতিষ্ঠানের মালিক সমিতি সহ ঢাকা জেলার বিভিন্ন স্থরের মান্য ব্যক্তিবর্গ এই বাস সেবার উদ্ভোধন করবেন।

নবকলি মালিক সমিতির সাথে কথা বলে জানা যায় যে তারা সল্প খরচে সাধারণ মানুষ যাতে আরামে তাহাদের গন্তব্যে পৌছতে পারে সে লক্ষ্যে তারা তাদের সেবা দিয়ে যাবেন। তারা আরোও জানান যে নবকলি পরিবহন সম্পূর্নরুপে ‘সিটিং সার্ভিস’ পরিবহন। প্রতিদিন মিরপুর ০১ থেকে কল্যাণপুর-শাহাবাগ-গুলিস্থান-কদমতলী-কেরানীগঞ্জ- টিকরপুর- কোমরগঞ্জ – নবাবগঞ্জ – কাশিয়াখালী বেড়িবাঁধ পর্যন্ত এই বাস চলবে। তাঁদের প্রতিটি বাস পরিচ্ছন্ন বলে জানান এবং ৩৬ সীটের।

তারা আরও বলেন, আধুনিক সব সেবা এই পরিবহনে পাওয়া যাবে; যাত্রী সেবাই তাদের মূল লক্ষ্য এবং ভ্রমনে কোন যাত্রী যাহাতে কোনরূপ হয়রানীর শিকার না হন এর জন্য তারা বিশেষ বাবস্থা গ্রহন করেছেন। তারা সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। দোহার নবাবগঞ্জ এর সবাইকে তাদের পরিবহনের সেবা নেওয়ার আহব্বান জানিয়েছেন।

গুগল মানচিত্রে দেখুন নবকলি পরিবহনের যাত্রাপথ:

অন্য খবর  নবাবগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ উদ্বোধন

আপনার মতামত দিন