ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন নদ-নদীতে ৭ থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নদ-নদীতে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, মজুদ, বিপণন ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের জন্য গতকাল আফরোজা আক্তার রিবার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই অভিযান থেকে ২৪ জন আসামী কে আটক করা হইছে তাদের মধ্যে দুইজন কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ২১ জন কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা এর নেত্রীত্বে। সেই অভিযান থেকে ১২০ কেজি মাছ জব্দ কারা হয়। সে সময় নদী থেকে উত্তলিত জালও জব্দ করা হয় ১৫ হাজার মিটার। সেই অভিযানে আরো উপস্থিত ছিলো মৎস কর্মকর্তা এবিএম জাকারিয়া, নৌ পুলিশ, আনসার সদস্য সহ উপজেলা প্রশাসনের আরো অনেকে।
আপনার মতামত দিন