মাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সন্মেলন ও কর্মী সমাবেশ

455
মাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ

ঢাকার দোহার উপজেলার পদ্মা তীরবর্তি ইউনিয়ন মাহমুদপুরে হয়ে গেল মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ। মাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সভায় উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভোটের কোন বিকল্প নেই। আর আওয়ামী লীগকে ক্ষমতায় আবার দেখতে চাইলে মহিলা আওয়ামী লীগের কর্মীদের ঘরে ঘরে যেয়ে সাধারন মানুষের কাছে ভোট চেতে হবে। তাদেরকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা প্রচার করতে হবে। সবার সম্মেলিত প্রচেষ্টায় আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে ইনশায়াল্লাহ।

মাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ

এই সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামসহ দোহার উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা।

আপনার মতামত দিন