মান্নান খান প্রেসিডিয়াম হওয়ায় দোহারে আনন্দ মিছিল

653

স্বাধীনতার পর দোহারের প্রথম রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় দোহারে আনন্দ মিছিল করেছে দোহার উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন সংগঠনের নেতা – কর্মিরা। উৎফুল্ল নেতারা এই সময় নিজেদের মাঝে মোলাকাত ও মিষ্টি বিতরণ করে।

borhan

manana2

আপনার মতামত দিন