মানুষের সেবায় পিজিয়ন ক্লাব

190

২০১৯ সালে প্রথম বারের মতো কবুতর প্রেমিকদের নিয়ে চার (৪) উপজেলা নিয়ে গড়ে ওঠে শ্রীনগর -দোহার-নবাবগঞ্জ- সিরাজদিখান পিজিয়ন ক্লাব। মূলত শৌখিন কবুতর পালন, ক্রয়-বিক্রয়, কবুতর উড়া প্রতিযোগিতা এই ক্লাবের লক্ষ্য। কিন্তু করোনা মহামারী সংকটের সময় বসেন থাকেনি এই পিজিয়ন ক্লাব। এগিয়ে এসেছে তারাও।

কবুতরের নিলাম ও নিজেদের অর্থ সহায়তা এক করে তারা ২০০ দুস্থ, অসহায়, নিম্নবিত্ত পরিবারের মাঝে পৌঁছে দেয় খাদ্যসামগ্রী। দেশের এই কঠিন সময়ে আমাদের ক্লাব নিজেদের গুটিয়ে না রেখে আমরাও আছি মানুষের সাথে। আমরা বিশ্বাস করি,আমরা যারা পাখি বা কবুতর ভালোবাসি, তারা অনেক বেশি সংবেদনশীল। ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমাদের এরকম কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান ক্লাবের সভাপতি গোলাম রাব্বানী ভুইয়া ও সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম।
ক্লাবের সদস্য বাধন হোসাইন জানান, কঠোর পরিশ্রম ও যোগ্য নেতৃত্ব দান এবং সকল মেম্বারদের অক্লান্ত পরিশ্রমে ৪ উপজেলায় ২০০ অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন রবিবার সম্পূর্ণ করা হয়।

আপনার মতামত দিন