মানুষের মস্তিষ্কে মিললো কৃমি!

308
মানুষের মস্তিষ্কে মিললো কৃমি!

প্রথমবারের মতো জীবন্ত কৃমির সন্ধান মিললো মানুষের মস্তিষ্কে। অস্ট্রেলিয়ার ৬৪ বছর বয়সী এক নারীর মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বেরিয়ে এলো ৮ সেন্টিমিটারে একটি গোলকৃমি।

ক্যানবেরা হাসপাতালের চিকিৎসক ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীদের যৌথ গবেষণায় জানা যায়, কৃমিটির বৈজ্ঞানিক নাম ওফিডাসকারিস রবার্টসি। সাধারণত অজগর সাপের মধ্যে পাওয়া যায় এই কৃমি।

ভুলে যাওয়ার সমস্যা নিয়ে ২০২১ সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে পরীক্ষা নিরীক্ষার পর সংক্রমণজনিত কারণে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ২০২২ সালের জুনে অস্ত্রোপচার করা হলে আশ্চর্যজনকভাবে পরজীবিটি পাওয়া যায়।

কৃমিটি এখনও জীবিত ও নড়াচড়াও করছে। গবেষকরা জানিয়েছেন, ওই নারী যে এলাকায় বাস করতেন তার আশপাশে অজগরের আবাস ছিল। সেখান থেকে সংগ্রহ করা এক ধরনের ঘাস রান্নায় ব্যবহার করতেন তিনি। বিশেষজ্ঞদের ধারণা, ওই ঘাসের মাধ্যমেই তার শরীরে কৃমি প্রবেশ করেছে।

 

আপনার মতামত দিন