নবাবগঞ্জে ছয় মাদক ক্রেতা-বিক্রেতার কারাদণ্ড

279

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম খুরশিদ-উল-আলম তাদের এ সাজা প্রদান করেন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, মাদকবিক্রেতা উপজেলার দিঘিরপাড় গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. হারুন(৪০) কে এক বছর, একই গ্রামের তাইজদ্দিনের ছেলে আইয়ুব আলী(৩৫) কে দুই বছর, সমসাবাদ গ্রামের মহন ফকিরের ছেলে মতিলাল (২৬) কে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া মাদকসেবী মো. জসিম উদ্দিন (১৮), তামিম হোসেন (১৯) ও মোস্তফা আমিন (১৮) প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আপনার মতামত দিন