ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৫ জুন শনিবার রাত ৮টার দিকে উপজেলার মাঝিরকান্দায় মটরসাইকেল দুর্ঘটনায় মানিকগঞ্জের সিংঙ্গাইর উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। অপর একজন হামিদুর রহমান (৪৭) নামে আহত হয়েছেন। নিহতের পিতার নাম সাকু মিয়া।
নিহত নজরুল ইসলাম সিংঙ্গাইর উপজেলার চান্দুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার। আহত হামিদুর রহমান নবাবগঞ্জ উপজেলার মাতাবপুর গ্রামের কোমর মোল্লার ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, ১৫ জুন শনিবার রাত ৮টার দিকে উপজেলার মাঝিরকান্দা এলাকায় মটরসাইকেলটি একটি যাত্রীবাহী বাসকে পাশকাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা নজরুল ইসলাম ও হামিদুর রহমানকে আহত অবস্থায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মসফিকুর রহমান নিউজ৩৯ কে জানান, নিহত নজরুল ইসলাম পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে গেছে। নিহতর পরিবারের সদস্যরা থানায় এ ব্যাপারে কোন অভিযোগ করে নি।