মহিলা আওয়ামিলীগের ঢাকা বিভাগের দায়িত্বে শেখ আনার কলি পুতুল

855

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের ৮টি বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটি গঠিত হওয়ার পর থেকে প্রতিটি নেতা কর্মী মাননীয় প্রধানমনন্ত্রী দেশরতা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংগঠনকে শক্তিশালী করবার লক্ষে দেশের বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছে। তারই আলোকে আগমী ২০২৪ইং এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ওয়ার্ড, থানা, উপজেলা, জেলা, মহানগর মহিলা আওয়ামী লীগকে নির্বাচন মূখী ও শক্তিশালি করার লক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সম্পাদক মন্ডলী ও সদস্যদের সমন্বয়ে সাংগঠনিক ৮টি বিভাগে ৮টি টিম গঠিত করা হয়েছে। সাংগঠনিক টিমের সকলকে তাদের কর্মকান্ড সঠিক ভাবে পরিচালনা করার জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় সংগঠন থেকে এও জানানো হয় কোন টিমের কর্মকান্ডে স্থবিরতা ও ব্যর্থতা পরিলক্ষিত হইলে সংগঠনের স্বার্থে সাংগঠনিক টিমের পরিবর্তন আনা হবে।

ঢাকা বিভাগের দোহারের শেখ আনার কলি পুতুল সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছেন। আর কামরুন্নেসা মান্নান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের। কমিটির অন্য অন্যরা হলেন ডা. সেলিনা আক্তার সমাজকল্যাণ সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ,তাহেরা পারভিন কোষাধ্যক্ষ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, আয়েশা আক্তার সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ,রাজিয়া আমিন সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, অধ্যাপিকা ড: শিরিন বেগম সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ,ইসরাত জাহান স্মৃতি সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, মেহজাবিন আরা সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।

অন্য খবর  ঢাকা ১-এ দুই প্রতিমন্ত্রীর মনোনয়ন জমা

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আলহাজ্ব সাফিয়া খাতুন সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ও মাহমুদা বেগম সাধারণ সম্পাদ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাক্ষরিত প্যাডে এই নয় জনকে নিয়ে ঢাকা বিভাগের কমিটি ঘসনা করা হয়।

আপনার মতামত দিন