মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড পেলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন

759
আলমগীর হোসেন

মহাত্মা গান্ধী গবেষণা পরিষদ প্রবর্তিত ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড’ পেলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন। গতকাল বিকাল চারটায় ‘মহাত্মা গান্ধী গবেষণা পরিষদ’-এর আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন এবং আজকের বিশ্ব’ শীর্ষক আলোচনা সভায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক আবদুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বাংলাদেশের সফল চেয়ারম্যান হিসেবে ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড ২০১৬’ তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। উল্লেখ্য, আলমগীর হোসেন বেক্সিমকো মিডিয়া লিমিটেডের একজন পরিচালক এবং পাক্ষিক আনন্দভুবন পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত দিন