মসজিদে জামাতে মুসল্লিদের নামাজ আদায়ের অনুমতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।
আজ বুধবার কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ধন্যবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রমজান মাসের ফজিলতের কথা বিবেচনায় নিয়ে সুস্থ ব্যক্তিদের জন্য ৫ ওয়াক্ত জামাতে নামাজ, জুমা ও তারাবি এবং ইতিকাফের জন্য দেশের সব মসজিদ খুলে দেয়ায় আল্লামা আহমদ শফী ও দেশের শীর্ষ উলামায়ে কেরাম প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান।
বিবৃতিতে মসজিদ কর্তৃপক্ষকে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সরকারের আরোপিত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার জোহর থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দেশের মসজিদগুলো উন্মুক্ত করে দেয়া হচ্ছে। আজ বুধবার সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে।