ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

14
ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

ময়মনসিংহের গৌরীপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৩ জন।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের  রামগোপালপুর গাংচিল রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ পৌর সদরের চরহোসেনপুর গ্রামের আব্দুল বাতেন (৮০) এবং হালুয়াঘাট উপজেলার মনকান্দা গ্রামের আশরাফুন্নাহার (৬০)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, উপজেলার রামগোপালপুরের গাংচিল রেস্টুরেন্টে সামনে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।

 

আপনার মতামত দিন