মনোনয়নপত্র কিনলেন আলমগীর হোসেন

250
আলমগীর হোসেন

উপজেলার তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র কেনার ধুম পড়ে গেছে। তারই ধারাবাহিকতায় দোহার উপজেলার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর হোসেন  মনোনয়নপত্র ক্রয় করেছেন। মঙ্গলবার  (৫ ফেব্রুয়ারি ) বিকাল ৩টা ২০ মিনিটে এ মনোনয়ন পত্র কেনা হয়। তিনি নেতাকর্মীদের  নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি-৩ থেকে মনোনয়নপত্র কিনেন।

এই সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের উপ-কমটিরসহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াগ উদ্দীন সোহাগ, উপজেলার ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম, উদয় আহমেদ, পৌরসভার ছাত্রলীগ সভাপতি পাপেল মাহমুদ সহ অসংখ্য নেতাকর্মী।

আপনার মতামত দিন