মধ্যরাতে খাবার নিয়ে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান তাবির আহমেদ খান পাভেল। মানবিকতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের এই তরুন ভাইস চেয়ারম্যান।
রাতে ফোন পেলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হযরতপুর তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় খাদ্য সামগ্রী নেই। মধ্য রাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে তিনি পৌছে যান মাদ্রাসায়।
নিউজ৩৯কে তাবির আহমেদ পাভেল বলেন, করোনা ভাইরাসের কারনে হযরতপুর মাদ্রাসায় চরম খাদ্য সংকট দেখা দেয়। আমি বিষয়টি জানতে পেরে খাদ্য সামগ্রী নিয়ে মাদ্রাসায় পৌছে দেই। এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের নিয়মিত মাদ্রাসায় খোজ রাখতে বলি। তিনি আরো জানান, নবাবগঞ্জ উপজেলার প্রতিটি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য চলমান করোনা পরিস্থিতে উক্ত মাদ্রাসার সিংহ ভাগ ছাত্র বাসায় চলে গেলেও অন্যান্য জেলার কিছু ছাত্র যানচলাচল বন্ধ থাকার কারনে বাসায় যেতে পারেনি। যার ফলে মাদ্রাসায় খাদ্য সংকট দেখা দিলে মধ্য রাতে নিজ দায়িত্বে খাদ্য সামগ্রী পৌছে দেন তাবির আহমেদ খান পাভেল।