মধুরচর বেপারোয়া ড্রাইভিঙে প্রান গেলো স্কুলছাত্রীর

296

তানজিম ইসলাম♦ ঢাকার দোহার উপজেলার বালির ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শাফি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মধুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাফি মালিকান্দা ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। সে উপজেলার মধুরচর গ্রামের মোবারক মোল্লার মেয়ে।

বুধবার দুপুরে বিদ্যালয়ে থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে মধুরচর এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় চালক ট্রাক রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শাফিকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

দোহার থানা ডিউটি অফিসার জামাল হোসেন নিউজ ৩৯ কে জানান, থানায় এখনও কোন অভিযোগ জানানো হয়নি। ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। অভিক্সোগ দায়ের করলে থানা প্রশাসন ব্যবস্থা নিবে। 

আপনার মতামত দিন