নবাবগঞ্জে চোলাই মদ ব্যবসায়ীর কারাদণ্ড

1690
মদ ব্যবসায়ীর কারাদণ্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রঞ্জু গমেজ (৩৫) নামে এক বাংলা মদ ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার রাতে ৫’শ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়ার আদালত এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত রঞ্জু গমেজ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গোল্লা গ্রামের মুন গমেজের ছেলে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আবুল বাসার জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোল্লা গ্রামের রঞ্জু গমেজের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় বাড়িতে থাকা ৫’শ লিটার চুলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

আপনার মতামত দিন