ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। গালিমপুর-ঢাকা মহাসড়কের সূর্যখালী এলাকায় দূর্ঘনাটি ঘটে। নিহতের নাম বিপু শীল (২৫) ও আহতের নাম টিটু (২৬)।
মঙ্গলবার রাত ১২ টার দিকে বিয়ে বাড়ী থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিপু ও টিটু চুড়াইন এলাকা থেকে গালিমপুর-ঢাকা মহাসড়কের সূর্যখালী এলাকায় এলে রাস্তার উপর ড্রেজারের পাইপ লাইন অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে গিয়ে বিদ্যুতের খুঁটির উপড় আছড়ে পড়ে।
বিপু ও টিটুর মাথা, চোখ ও বুকের পাজর ভেঙ্গে যায় বলে জানা যায়। বিপু তাৎক্ষণিক মারা। বিপু গালিমপুর বড়গ্রামের বাদল শীলের ছেলে ও টিটু একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। স্থানীয় গ্রামবাসীরা আহত টিটুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ক্রমেই তার অবস্থার অবনতি হলে ল্যাব এইড ও পরে স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়।
তিন দিন ধরে সে সেখানে লাইফ সাপোর্টে রয়েছে। তার অবস্থা আশংকাজনক। এদিকে আহত টিটুর বাবা নূর মোহাম্মদ তার ছেলের জন্য দোয়া চেয়েছেন।