নবাবগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত

290

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। গালিমপুর-ঢাকা মহাসড়কের সূর্যখালী এলাকায় দূর্ঘনাটি ঘটে। নিহতের নাম বিপু শীল (২৫) ও আহতের নাম টিটু (২৬)।

মঙ্গলবার রাত ১২ টার দিকে বিয়ে বাড়ী থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিপু ও টিটু চুড়াইন এলাকা থেকে গালিমপুর-ঢাকা মহাসড়কের সূর্যখালী এলাকায় এলে রাস্তার উপর ড্রেজারের পাইপ লাইন অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে গিয়ে বিদ্যুতের খুঁটির উপড় আছড়ে পড়ে।

বিপু ও টিটুর মাথা, চোখ ও বুকের পাজর ভেঙ্গে যায় বলে জানা যায়। বিপু তাৎক্ষণিক মারা। বিপু গালিমপুর বড়গ্রামের বাদল শীলের ছেলে ও টিটু একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। স্থানীয় গ্রামবাসীরা আহত টিটুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ক্রমেই তার অবস্থার অবনতি হলে ল্যাব এইড ও পরে স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়।

তিন দিন ধরে সে সেখানে লাইফ সাপোর্টে রয়েছে। তার অবস্থা আশংকাজনক। এদিকে আহত টিটুর বাবা নূর মোহাম্মদ তার ছেলের জন্য দোয়া চেয়েছেন।

আপনার মতামত দিন