ঢাকার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বুধবার (১৮ জানুয়ারি) বাদ যোহর ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) মৃত্যু কালে তার বয়স ছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও চার মেয়ে দুনিয়া রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাসায় চিৎসাধীন ছিলেন।
জানা যায়, তিনি দৈনিক নয়া দিগন্ত, সংগ্রাম ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার দোহার উপজেলার প্রতিনিধি ছিলেন।
তার ছোট ভাই আতিকুর রহমান ফনু খান
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৮ জানুয়ারি) বাদ এশা আল আমিন বাজারের টিনশেটের
কবরস্থান মসজিদের সামনে নামাযের জানাযা হবে। জানাযা শেষ তারকে ঐ কবরস্থানে দাফন করা হবে। আল্লাহর নিকট মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন তার সহকর্মী ও আত্মীয় স্বজন এবং একইসাথে আল্লাহ সুবহানুতায়ালা যাতে তাকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী করেন সেই দোয়াও চাওয়া হয় তার পরিবারের পক্ষ থেকে।
দোহার প্রেসক্লাবের পক্ষ থেকেও শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয় ঢাকা জেলার দোহার উপজেলার প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু আজ বাদ যোহর মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনসহ শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।