মইতপাড়ায় খামারে আগুন, তিন হাজার মুরগি পুড়ে ছাই

267

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ ♦ ঢাকার দোহার উপজেলার মইতপাড়ায় খান অ্যান্ড ব্রাদার্স নামের একটি মুরগির খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় তিন হাজার মুরগি।

জানা যায়, উপজেলার মইতপাড়া এলাকার আবদুল হান্নান খানের মালিকানাধীন খান অ্যান্ড ব্রাদার্স নামের মুরগির খামারটিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে খামারে থাকা প্রায় তিন হাজার মুরগি, মুরগির খাদ্য এবং ২০০ মণ ধান পুড়ে ছাই হয়ে যায়। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত খামারটি পরিদর্শন করেন।

আপনার মতামত দিন